[আজ Tessellation day] আজ ১৭ ই জুন বিশ্ব টেসেলেশান ডে (tessellation day) বা টাইলিং দিবস। টাইলিং কি? সহজ ভাবে বলতে গেলে টাইলিং হল একই আকৃতির কিছু নক্সা কে পরপর সাজিয়ে কোনো দ্বিমাত্রিক তল বা মেঝে কে ঢেকে ফেলা। কিন্তু
তাদের মাঝে কোনো গ্যাপ বা ফাঁক থাকবে না। এটা আর্ট বা শীল্পের ক্ষেত্র হলেও শিল্পী এম সি এশার এর ছোঁয়ায় এই টাইলিং শিল্প হয়ে উঠেছিলো প্রানবন্ত। তিনি শিল্পের মানুষ হলেও গণিতের প্রভাব তার উপরে বিশালভাবে কাজ করেছিলো। স্বভাবতই গণিতের সিমেট্রি,রোটেশান এর অপুর্ব প্রভাব পড়েছিলো তার চিত্রে ও টাইলিংএ । সেই এম সি এশার এশারের জন্মদিন আজ ১৭ই জুন। সেই উপলক্ষ্যে ২০১৬ সাল থেকে চালু হয় এই দিন টির পালন।
#world_tesselation_day







No comments:
Post a Comment