আমরা এখন লিখতে এবং আঁকতে পারি। আমরা ভাবি এতো খুব সহজ ব্যপার । কিন্তু একজন শিশু ,যে এই লিখতে বা আঁকতে শিখছে , তার কাছে এটা খুবই কষ্টকর কাজ। কারন এই লেখা বা আঁকা আমাদের কাছে অভ্যাসে দাঁড়িয়েছে তাই খুব সহজ মনে হয়। কিন্তু শিশুরা এটাকে
তখনও অভ্যাসে পরিনত করতে পারেনি। কিন্তু একটি ছোট্ট পরীক্ষা দ্বারা আমরা ছোটোদের সেই সমস্যাটা অনুভব করতে পারি। একটা কাগজে ঠিক নীচের মত একটা ছবি আঁক । এবার কাগজটি কে একটি আয়নার সামনে রেখে 'START' থেকে 'END' পর্যন্ত পেন চালাও শুধুমাত্র আয়নার ছবি দেখে। কিন্তু মনে রাখতে হবে পেনের দাগ যেন বর্ডারে না স্পর্শ করে। কি? কাজ টা কিন্তু খুব একটা সহজ নয়। ঠিক এই ব্যাপারটাই আমরা ছোটোবেলায় অনুভব করি।
No comments:
Post a Comment