ছোটো বেলায় লিখতে শেখাঃ-

   আমরা এখন লিখতে এবং আঁকতে পারি। আমরা ভাবি এতো খুব সহজ ব্যপার । কিন্তু একজন শিশু ,যে এই লিখতে বা আঁকতে শিখছে , তার কাছে এটা খুবই কষ্টকর কাজ। কারন এই লেখা বা আঁকা আমাদের কাছে অভ্যাসে দাঁড়িয়েছে তাই খুব সহজ মনে হয়। কিন্তু শিশুরা এটাকে

তখনও অভ্যাসে পরিনত করতে পারেনি। কিন্তু একটি ছোট্ট পরীক্ষা দ্বারা আমরা  ছোটোদের সেই সমস্যাটা অনুভব করতে পারি। একটা কাগজে ঠিক নীচের মত একটা ছবি আঁক । এবার কাগজটি কে একটি আয়নার সামনে রেখে 'START' থেকে 'END' পর্যন্ত পেন চালাও শুধুমাত্র আয়নার ছবি দেখে। কিন্তু মনে রাখতে হবে পেনের দাগ যেন বর্ডারে না স্পর্শ করে। কি? কাজ টা কিন্তু খুব একটা সহজ নয়। ঠিক এই ব্যাপারটাই আমরা ছোটোবেলায় অনুভব করি।

image001

Share:

No comments:

Post a Comment

কিছু কথা

আমি দেবায়ন সেন । ভালো লাগে লেখালেখি করতে , সেই কারনেই এই ব্লগের সৃষ্টি । পড়াশোনা গনিতের উপরে কিন্তু ভালো লাগে গান, জাগ্লিং, মাউথর্গ্যান ও প্রোগ্রামিং । বিজ্ঞানের উপরে লেখার জন্যই এই ব্লগ তৈরী করেছিলাম। যাইহোক এখন তা শুধু মাত্র ব্লগের পরিনত হয়েছে । বিজ্ঞানের পোস্টের জন্য ফেসবুকে দেবায়নের বিজ্ঞান ব্লগ (fb.com/blog.debayan)এর ঠিকানায় আছে। জানিনা এই ব্লগে কেউ আসবে কিনা । না এলেও ক্ষতি নাই । ভালোলাগে তাই লিখি ,ব্লগস্পট যতদিন আছে এই লেখাগুলও থাকবে বলেই মনে হয় । যদি কেউ গুগুল সার্চ করে বা কোনো লিঙ্কের মাধ্যমে এখানে পৌঁছয় আর কিছু পোস্ট সামান্য তম উপকারে আছে তাহলেই এই ব্লগের সার্থকতা ।

Recent Posts