ভারতের প্রত্ন উদ্ভিদবিদ্‌ বীরবল সাহানী

১৮৯১ সালে আজকের দিনে (১৪ই নভেম্বর) পাঞ্জাবের ভেরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রত্ন উদ্ভিদবিদ্‌ বীরবল সাহানী । পাঞ্জাবের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি গবেষনার জন্য চলে যান লন্ডন বিশ্ববিদ্যলয়ে । পরবর্তী তে

লন্ডন বিশ্ববিদ্যালয় ও পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাঁকে ডি এস সি উপাধিতে সম্মানিত করে । ১৯৩৬ সালে তিনি রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন ।তাঁর কর্মক্ষেত্র ছিলো লক্ষনৌ বিশ্ববিদ্যালয় । তাঁর প্রচেষ্টা তে সেখানেই বিশ্বের প্রথম ' পলিওবোটানি ইন্সটিটিউট' স্থাপিত হয় । যেখানে পৃথিবীর প্রাচীন উদ্ভিদ অ জলবায়ু নিয়ে গবেষনা করা হয় ।

PhoXo2
#বীরবল_সাহানী

Share:

1 comment:

  1. The best titanium dog teeth implants
    The titanium watch band best titanium dog teeth titanium i phone case implants · 1) MOHEGAN titaum BETTING FIXED · 2) VEGAN DIAMOND JUDGE · titanium framing hammer 3) titanium jewelry piercing VEGAN DIAMOND GOLF · 4) DINGAPEN LIGHTING · 5) MOSEGAN DIMENS

    ReplyDelete

কিছু কথা

আমি দেবায়ন সেন । ভালো লাগে লেখালেখি করতে , সেই কারনেই এই ব্লগের সৃষ্টি । পড়াশোনা গনিতের উপরে কিন্তু ভালো লাগে গান, জাগ্লিং, মাউথর্গ্যান ও প্রোগ্রামিং । বিজ্ঞানের উপরে লেখার জন্যই এই ব্লগ তৈরী করেছিলাম। যাইহোক এখন তা শুধু মাত্র ব্লগের পরিনত হয়েছে । বিজ্ঞানের পোস্টের জন্য ফেসবুকে দেবায়নের বিজ্ঞান ব্লগ (fb.com/blog.debayan)এর ঠিকানায় আছে। জানিনা এই ব্লগে কেউ আসবে কিনা । না এলেও ক্ষতি নাই । ভালোলাগে তাই লিখি ,ব্লগস্পট যতদিন আছে এই লেখাগুলও থাকবে বলেই মনে হয় । যদি কেউ গুগুল সার্চ করে বা কোনো লিঙ্কের মাধ্যমে এখানে পৌঁছয় আর কিছু পোস্ট সামান্য তম উপকারে আছে তাহলেই এই ব্লগের সার্থকতা ।

Recent Posts