অদ্ভুত গণিতবিদ্ টেরেন্স টাও

   মাঝে মাঝে আমরা অনেক অদ্ভুত শিশুর খবর পাই । যেমন খুব কম বয়সে উঁচু ক্লাসের অঙ্ক কষে ফেলা বা নানা ভাষায় কথা বলার দক্ষতা ইত্যাদি । কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই এই সব শিশুরা যেনো কোথায় হারিয়ে যায় । সেরকমই অদ্ভুত এক শিশু যিনি হারিয়ে যাননি তিনি হলেন এখনকার দিনের
বিখ্যাত অস্ট্রেলিয়ান গণিতজ্ঞ টরেন্স টাও (Terence Tao) বা টেরী । যখন মাত্র দু বছর বয়স তখনই পদার্থবিদ্‌ মা লক্ষ্য করেছিলেন ছেলে অপেক্ষাকৃত বড়ো ছেলে মেয়েদের যোগ বিয়োগ শেখাচ্ছেন টেরী । পাঁচ বছর বয়সে ভর্তি করা হল স্কুলে । কিছুদিনের মধ্যেই উঁচু ক্লাসের গণিত ও বিজ্ঞানের অনেক বিষয় আয়ত্ত করে ফেলে সে । সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসাবে ১১ বছর বয়সে যোগ দিলেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে । সেবছর ১৯৮৬ সালে পেলেন ব্রোঞ্জ মেডেল । ঠিক পরের বছর পেলেন রৌপ পদক আর ১৯৮৮ সালে পালেন স্বর্ন পদক । আর ভাঙলেন কনিষ্ঠতম প্রতিযোগী হিসাবে একের পর এক রেকর্ড । তারপর ১৬ বছর বয়সে স্নতক আর ২১ বছর বয়সে প্রিন্সটন থেকে পি এইচ ডি । তারপর চলল একের পর এক জটিল সমস্যার সমাধান ফলস্বরূপ পেলেন নানা সম্মান ২০০৬ সালে ফিল্ড মেডাল আর ২০০৭ সালে ফেলো অফ রয়াল সোসাইটি । বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ার অধ্যাপক।
#টেরেন্স_টাও

Share:

No comments:

Post a Comment

কিছু কথা

আমি দেবায়ন সেন । ভালো লাগে লেখালেখি করতে , সেই কারনেই এই ব্লগের সৃষ্টি । পড়াশোনা গনিতের উপরে কিন্তু ভালো লাগে গান, জাগ্লিং, মাউথর্গ্যান ও প্রোগ্রামিং । বিজ্ঞানের উপরে লেখার জন্যই এই ব্লগ তৈরী করেছিলাম। যাইহোক এখন তা শুধু মাত্র ব্লগের পরিনত হয়েছে । বিজ্ঞানের পোস্টের জন্য ফেসবুকে দেবায়নের বিজ্ঞান ব্লগ (fb.com/blog.debayan)এর ঠিকানায় আছে। জানিনা এই ব্লগে কেউ আসবে কিনা । না এলেও ক্ষতি নাই । ভালোলাগে তাই লিখি ,ব্লগস্পট যতদিন আছে এই লেখাগুলও থাকবে বলেই মনে হয় । যদি কেউ গুগুল সার্চ করে বা কোনো লিঙ্কের মাধ্যমে এখানে পৌঁছয় আর কিছু পোস্ট সামান্য তম উপকারে আছে তাহলেই এই ব্লগের সার্থকতা ।

Recent Posts