কাগজের ভাঁজ থেকে বিদ্যুত তৈরীর চেষ্টা

[প্রযুক্তি খবর- কাগজের ভাঁজ থেকে বিদ্যুত তৈরীর চেষ্টা  ]
প্রাচীন চীন ও জাপানের কিছু কাগজ ভাঁজের ডিজাইন কে বিদ্যুত উৎপাদনের কাজে লাগাচ্ছেন বিজ্ঞানীরা। যেটার গতিশীলতা বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চয়ে কাজে লাগবে। এই পর্টেবেল কাগজের ডিজাইনই অল্প সঞ্চালনে তৈরী করতে
পারে ছোটো খাটো গ্যাজেট গুলির প্রোয়োজনীয় শক্তি।


Share:

No comments:

Post a Comment

কিছু কথা

আমি দেবায়ন সেন । ভালো লাগে লেখালেখি করতে , সেই কারনেই এই ব্লগের সৃষ্টি । পড়াশোনা গনিতের উপরে কিন্তু ভালো লাগে গান, জাগ্লিং, মাউথর্গ্যান ও প্রোগ্রামিং । বিজ্ঞানের উপরে লেখার জন্যই এই ব্লগ তৈরী করেছিলাম। যাইহোক এখন তা শুধু মাত্র ব্লগের পরিনত হয়েছে । বিজ্ঞানের পোস্টের জন্য ফেসবুকে দেবায়নের বিজ্ঞান ব্লগ (fb.com/blog.debayan)এর ঠিকানায় আছে। জানিনা এই ব্লগে কেউ আসবে কিনা । না এলেও ক্ষতি নাই । ভালোলাগে তাই লিখি ,ব্লগস্পট যতদিন আছে এই লেখাগুলও থাকবে বলেই মনে হয় । যদি কেউ গুগুল সার্চ করে বা কোনো লিঙ্কের মাধ্যমে এখানে পৌঁছয় আর কিছু পোস্ট সামান্য তম উপকারে আছে তাহলেই এই ব্লগের সার্থকতা ।

Recent Posts