এপিজে আব্দুল কালামের গল্পঃ পাখি প্রেম

   একদিন ডঃ এপিজে আব্দুল কালাম DRDO (Defence Research and Development Organisation) এর টিমের সাথে একটি বৈঠক করছিলেন। সেখানে আলোচোনা হচ্ছিলো কিভাবে বিল্ডিংটাকে প্রতিরক্ষা দেওয়া যায়। আলোচোনায় উঠে এলো পাঁচিলে কাঁচখন্ড লাগানোর কথা। কিন্তু ডঃ কালাম প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করলেন ও বললেন

' এটা পাখিদের পক্ষে ক্ষতিকারক অর্থাৎ তোমরা যদি পাঁচিলে কাঁচখন্ড লাগাও তাহলে পাখিরা সেখানে বসতে পারবেনা। '

দেবায়ন এর বিজ্ঞান ব্লগ -Debayan's Science Blog's photo.

Share:

No comments:

Post a Comment

Blog Archive

কিছু কথা

আমি দেবায়ন সেন । ভালো লাগে লেখালেখি করতে , সেই কারনেই এই ব্লগের সৃষ্টি । পড়াশোনা গনিতের উপরে কিন্তু ভালো লাগে গান, জাগ্লিং, মাউথর্গ্যান ও প্রোগ্রামিং । বিজ্ঞানের উপরে লেখার জন্যই এই ব্লগ তৈরী করেছিলাম। যাইহোক এখন তা শুধু মাত্র ব্লগের পরিনত হয়েছে । বিজ্ঞানের পোস্টের জন্য ফেসবুকে দেবায়নের বিজ্ঞান ব্লগ (fb.com/blog.debayan)এর ঠিকানায় আছে। জানিনা এই ব্লগে কেউ আসবে কিনা । না এলেও ক্ষতি নাই । ভালোলাগে তাই লিখি ,ব্লগস্পট যতদিন আছে এই লেখাগুলও থাকবে বলেই মনে হয় । যদি কেউ গুগুল সার্চ করে বা কোনো লিঙ্কের মাধ্যমে এখানে পৌঁছয় আর কিছু পোস্ট সামান্য তম উপকারে আছে তাহলেই এই ব্লগের সার্থকতা ।

Recent Posts