২০১৫ সালের রসায়নে নোবেল পুরস্কার ঘোষনা করলো 'সুইডিশ একাডেমি অফ সাইন্স' । এবারে যৌথ ভাবে রসায়নে নোবেল পেলেন তিন জন বিজ্ঞানী-
সুইডেনের টমাস লিন্ডাল ( Tomas Lindahl ) , যুক্তরাষ্ট্রের পল মডরীচ (Paul Modrich), তুরস্কের আজিজ সানজার (Aziz Sancar) । জীবন্ত কোষ কিভাবে DNA কে পুনর্গঠন ও মেরামত এবং বংশগতির তথ্য রক্ষা করে, তাই নিয়ে কাজ করার ফলেই তাদের এই সম্মান দেওয়া হল।
No comments:
Post a Comment