নোবেল পুরস্কার ২০১৫ রসায়ন

  ২০১৫ সালের রসায়নে নোবেল পুরস্কার ঘোষনা করলো 'সুইডিশ একাডেমি অফ সাইন্স' । এবারে যৌথ ভাবে রসায়নে নোবেল পেলেন তিন জন বিজ্ঞানী-

সুইডেনের টমাস লিন্ডাল ( Tomas Lindahl ) , যুক্তরাষ্ট্রের পল মডরীচ (Paul Modrich), তুরস্কের আজিজ সানজার (Aziz Sancar) । জীবন্ত কোষ কিভাবে DNA কে পুনর্গঠন ও মেরামত এবং বংশগতির তথ্য রক্ষা করে, তাই নিয়ে কাজ করার ফলেই তাদের এই সম্মান দেওয়া হল।

দেবায়ন এর বিজ্ঞান ব্লগ -Debayan's Science Blog's photo.

Share:

No comments:

Post a Comment

Blog Archive

কিছু কথা

আমি দেবায়ন সেন । ভালো লাগে লেখালেখি করতে , সেই কারনেই এই ব্লগের সৃষ্টি । পড়াশোনা গনিতের উপরে কিন্তু ভালো লাগে গান, জাগ্লিং, মাউথর্গ্যান ও প্রোগ্রামিং । বিজ্ঞানের উপরে লেখার জন্যই এই ব্লগ তৈরী করেছিলাম। যাইহোক এখন তা শুধু মাত্র ব্লগের পরিনত হয়েছে । বিজ্ঞানের পোস্টের জন্য ফেসবুকে দেবায়নের বিজ্ঞান ব্লগ (fb.com/blog.debayan)এর ঠিকানায় আছে। জানিনা এই ব্লগে কেউ আসবে কিনা । না এলেও ক্ষতি নাই । ভালোলাগে তাই লিখি ,ব্লগস্পট যতদিন আছে এই লেখাগুলও থাকবে বলেই মনে হয় । যদি কেউ গুগুল সার্চ করে বা কোনো লিঙ্কের মাধ্যমে এখানে পৌঁছয় আর কিছু পোস্ট সামান্য তম উপকারে আছে তাহলেই এই ব্লগের সার্থকতা ।

Recent Posts