বই প্রত্যেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু ডিজিটালাইজেশানের সাথে সাথে সে ছাপা অর্থাৎ প্রিন্টেড বই যেন কিছুটা হলেও আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আর তার বিকল্প হিসাবে আমাদের হাতে আসছে পিডিএফ , ইপাব , মোবি ,DJVU ইত্যাদি ফরম্যাটের বই। সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হল পিডিএফ । স্ক্যানার না থাকলেও খুব পুরানো বা নতুন বই এর পাতার ছবি তুলে
সহজেই পুরানো বই কে pdf ফরম্যাট দেওয়া যায়। কিন্তু সরাসরি এইভাবে বই তৈরী করলে একটি সমস্যা তৈরী হয় তা হল তা স্ক্যান করা বইয়ের মত এটা সুন্দর হয় না অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কালো ফন্টের ঝকঝকে লেখা থেকে আমার বঞ্চিত হই । আর এই ছবি গুলিকে এই রকম স্ক্যান করা পেজের মত করে সুন্দর একটা পিডিএফ তৈরী করার পদ্ধতি নিয়েই আজকের এই টিউটোরিয়াল ।
ছবির আগের ও পরের অবস্থাঃ-
প্রোয়োজনীয় সফটওয়্যার –
১) স্ক্যান-টেইলর (Scan Tailor )
Site: www.scantailor.org
২) অ্যাডোব আক্রোব্যাট বা অন্য কোনো pdf mekar
প্রথমে প্রোয়োজনীয় সফটওয়্যার গুলি যদি না থাকে তাহলে ডাউনলোড করে নিন ।
পদ্ধতিঃ-
১) প্রথমে বই এর পাতা গুলি ছবি তুলে একটি ফল্ডারে রাখুন। ছবি যত ভাল কোয়ালিটির হবে আউটপুটও তত ভালো আসবে ।
২) Scan Tailor সফটওয়্যার টি ওপেন করুন ।
File> New Project
এবার ইনপুট হিসাবে আপনার ফোল্ডার টি সিলেক্ট করে ওপেন করুন।
৩) এর পর all page এ সিলেক্ট করে প্রোয়োজনীয় DPI তে সিলেক্ট করুন ।
৪) এরপর নীচের অপশান গুলি একের পর এক ক্লিক করে প্রোয়োজনীয় সেটিং দিন।
Fix Orientation- এটার সাহায্যে পেজের ছবিকে রোটেশান দেওয়া যায়।
Split Pages- এটা পেজের ছবিটাকে বিভিন্ন ভাবে ভেঙে দেয় । যমন পাশাপাশি দুটো পেজের ছবি থাকলে তা সিঙ্গেল পেজে ভেঙে দেয়।
Deskew -এটার সাহায্যে ছবিটা যদি হেলে / বেঁকে থাকে তাহলে তাহলে ঠিক করে নেওয়া যায় ।
Sclect Content- এটার কাজ হল ছবির মধ্যে থেকে শুধুমাত্র লেখা বা ছবির অংশটুকু অটোমেটিক সিলেক্ট হয়ে যায় বা ম্যানুয়ালিও করা যায়।
Margin – মার্জিন ঠিক করাযায় ।
Output – এটাই হল আসল স্টেপ্ । আগের অপশান গুলির যে সবগুলোই প্রয়গ করতে হবে এমন কোন ব্যপার নেই তবে ফাইনাল আউটপুট পেতে হলে select contect বা Margin এর মধ্যে যেকোনো একটা অপটান অবশ্যি রান করাতে হবে।
তাহলেই স্ক্যান করা পেজের মত ছবি পাওয়া যাবে। আগে যদি কোনো আউটপুট ফোল্ডার সিলেক্ট না করে থাকেন তাহলে ঐ ইনপুট ফোল্ডাএই একটা ‘out ‘ নামে ফোল্ডারে ছবি গুলো জমা হবে।
৫) এবার অ্যাডোব অ্যাক্রওব্যাট বা অন্য কোনো পিডিএফ মেকার সফটওয়্যার দিয়ে এই পেজ গুলোকে পিডিএফ করলেই হবে।
এছাড়াও আরো অনেক অপশান আছে যেগুলি আর আলোচনা করা হল না । একটু ব্যবহার করলেই বোঝা যাবে । যেমন বইএর পেজে যদি কোনো কালার ছবি থাকার দরকার হয় তাহলে তা অবিকৃত রাখা যায় বা কালার আউটপুট পাওয়া বা ডিপি-আই পরিবর্তন করা ইত্যাদি।
thanks for this important topic
ReplyDeletethanks for this important topic
ReplyDelete